ছেলেটি প্রতিদিন কোচিংয়ের সিঁড়িতে দাঁড়িয়ে থাকত : নুসরাত ফারিয়া

আরটিভি প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫০

আজ (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। একটি দিন ঘটা করে ভালোবাসা উদযাপন করাটা দারুণ লাগে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। ভালোবাসা নিয়ে দারুণ এক স্মৃতিও রয়েছে তার।


পুরনো দিনের স্মৃতিচারণ করে নুসরাত ফারিয়া বলেন, আমার স্কুলজীবনের এক বান্ধবী প্রেমে পড়েছিলো। সেই ছেলেটি প্রতিদিন কোচিং সেন্টারের সিঁড়িতে দাঁড়িয়ে থাকত। তার চোখেমুখে ছিল মুগ্ধতা।


তিনি আরও বলেন, শুরুতে অপলক তাকিয়ে থাকার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও কিছুদিন পর ছেলেটি চিঠি দেওয়া শুরু করল। আমার বান্ধবী চিঠি নিতে না চাইলে, ছেলেটি সিঁড়ি থেকে একচুলও নড়ত না। কী আর করার, আমার বান্ধবী বাধ্য হয়েই তার চিঠি নিত। কিন্তু ছেলেটি একদিন অন্যরকম এক চিঠি দিল। সে চিঠি ছিল রক্ত দিয়ে লেখা! এটা দেখে আমার বান্ধবী চমকে যায়।


নায়িকার ভাষ্যমতে, অভিনয় করতে গিয়ে উপলব্ধি করেছি, ভালোবাসার প্রকাশ একেক জনের কাছে একেক রকম। তবে অনুভূতির জায়গা সবারই এক। হয়তো নিজের নয়, অন্য কারও ভালোবাসার কথা আমরা নানাভাবে তুলে ধরি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us