দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাত স্বতন্ত্র পরিচালক পদে সাবেক আমলা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ীসহ ১৮ ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আটজন নারী ও ১০জন পুরুষ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আগামী তিন বছরের জন্য ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীতি করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে প্রস্তাব পাঠানো হয়। সেখান থেকে ৬ জন ব্যক্তিকে মনোনীত করবে বিএসইসি। তারা আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ডিএসইর পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করবেন।