দেশে প্রথম গ্রিন-জিরো কুপন এবং প্রথম গ্রিন বন্ড প্রবর্তন করায় সম্প্রতি ‘দ্য অ্যাসেট ট্রিপল এ কান্ট্রি অ্যাওয়ার্ডস ফর সাস্টেইনেবল ফাইন্যান্স’-এ বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে নির্বাচিত হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (এসসিবি)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসসিবি জানায়, টেকসই অর্থায়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিরসন এবং মানবিক দিকসমূহ বিবেচনা করে আরও টেকসই ভবিষ্যৎ গঠনে সাহায্যকারী প্রতিষ্ঠান, উদ্যোগ ও কার্যক্রমকে স্বীকৃতি দেয় এই দ্য অ্যাসেট ট্রিপল এ কান্ট্রি অ্যাওয়ার্ডস কর্মসূচি।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, “সাসটেইনেবল ফাইন্যান্স নেট-জিরো ভবিষ্যৎ রূপান্তর নিশ্চিত করার মূল চাবিকাঠি, যা টেকসই অবকাঠামোর মাধ্যমে দেশের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রাকে সচল রাখবে।