ঘরোয়া ফুটবলে অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু ইউরোপের মহাদেশীয় ক্লাব টুর্নামেন্টে দ্যুতি ছড়াতে পারছে না। চাঁদের হাট বসিয়েও শিরোপা অধরাই থেকে গেছে পিএসজির। এবারও অসাধারণ কিছু করবে তার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কারণ, ফর্মহীনতা। ফরাসি কাপ থেকে ছিটকে যাওয়াসহ দুটি ম্যাচ হেরেছে।
এই অবস্থায় আজ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে তারা বায়ার্ন মিউনিখের মুখোমুখি। বায়ার্ন কোচ হুলিয়ান নাগেলসমান অবশ্য এক্ষেত্রে ফর্মকে বিবেচ্য মনে করছেন না। ভিন্ন টুর্নামেন্ট হওয়ায় হুমকি মনে করেন তাদের। তার কথা, ঘরোয়া ফুটবলের ফর্ম এক্ষেত্রে প্রভাবক বিবেচিত হয় না। বিশেষ করে পিএসজি যে লক্ষ্য নিয়ে এতদিন ধরে দল গুছিয়েছে। ম্যাচের আগে তিনি বলেছেন, ‘লিগে পিএসজির যে অবস্থা, সেখানে আমাদের মনোযোগ নেই। কারণ এটা চ্যাম্পিয়নস লিগ, ভিন্ন প্রতিযোগিতা। আমি যতটুকু বুঝি এই টুর্নামেন্টের বিশেষ একটা মানে আছে ওদের কাছে। আর সেটা ভীষণ গুরুত্বপূর্ণ।’