রঞ্জির গ্রুপ পর্বে ওড়িশার বিরুদ্ধে হারতে হয়েছিল বাংলাকে। এ বারের রঞ্জিতে লক্ষ্মীরতন শুক্লের দলের জয়রথ ওই এক বারই কাদায় আটকেছিল। ইডেনের পিচে বেশি জল দেওয়া হয়েছিল। তাতেই বিপত্তি ঘটেছিল। লক্ষ্মী তাই সোমবারই ইডেনে গিয়ে পিচ দেখে আসেন। ফাইনালের পিচ নিয়ে তিনি খুশি।
বাংলা দল সোমবার বিশ্রাম নিয়েছিল। মঙ্গলবার থেকে শুরু হয় অনুশীলন। বুধবার সকালেও অনুশীলন করবেন লক্ষ্মীরা। বৃহস্পতিবার থেকে শুরু ম্যাচ। তার আগে নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী লক্ষ্মী। ইডেনের পিচ সম্পর্কে বাংলার কোচ বললেন, “পিচটা বেশ ভাল। ব্যাটারদের জন্য যেমন সুবিধা থাকবে, বোলাররাও পাবে।” গ্রুপের শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে প্রথম দিনের চার ঘণ্টা নষ্ট হয়েছিল। সেখান থেকে ম্যাচটাই হেরে যায় বাংলা।