এখনো বুঝি না ভালো, কাকে ঠিক ভালোবাসা বলে

আজকের পত্রিকা চিররঞ্জন সরকার প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২২

আমাদের সমাজ বর্তমানে ভয়ানক রকম অস্থির ও অসহিষ্ণু হয়ে পড়েছে। চারপাশে তাকালে মনে হয়, মানুষের মধ্যে ধৈর্য-সহ্য সহানুভূতির মতো গুণগুলো যেন প্রায় হারিয়েই গেছে। সব সময় একটা উগ্রতা, একটা লড়াই-লড়াই ভাব সবার মধ্যে।


ভালোবাসা মানুষকে উদার, মহৎ ও বৃহৎ করে। ‘ভালোবাসা’ শব্দটি যে মাধুর্য আর মায়া তৈরি করে, আর কোনো শব্দ বা বর্ণমালা তা করতে পারে না। কেমন যেন দুই হাত দিয়ে ঘিরে রাখা আদর আছে এই শব্দে! ‘ভালোবাসি’ উচ্চারণ করায় যে আলো ঠিকরে বেরোয়, নম্র অথচ দৃপ্ত সেই অলৌকিক আলোর ভেতর একই সঙ্গে নিজের আর ভালোবাসার মানুষটির দুজনেরই শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়। আমি ভালোবাসি আর তোমার ভালোয় বাস করি আমি! তোমার ভালোটিকে চিনে নিয়েছি দেখো ঠিকঠাক! সেই সুরে জলে-স্থলে-কাছে-দূরে সত্যিই বাঁশি বেজে ওঠে! সে বাঁশি চিরকালীন যমুনার দিক থেকেই হোক বা আরশিনগরে বরাবর থেকে যাওয়া ভবঘুরে কাঙালের বুকের ভেতর থেকে উৎসারিত হোক!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us