‘এটা আমাদের জন্য বিশাল জয়। প্রশিক্ষণের জন্য একটি নিখুঁত সপ্তাহ ছিল। খেলোয়াড়রা ছিল বেশ রোমাঞ্চিত। ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের তর সইছিল না। আশা করি এটা কেবল শুরু হল।’
এভারটনের বিপক্ষে ২-০ গোলে লিভারপুলের জয় কতটা গুরুত্বপূর্ণ, মোহাম্মাদ সালাহর এমন কথাতেই সেটি পরিষ্কার।
একে তো দলের বাজে অবস্থা, তার উপর শিরোপা দৌড় থেকে বহুদূরে দলটির অবস্থান। চলতি বছরে মিলছিল না জয়ের দেখা। অবশেষে ২০২৩ সালে প্রিমিয়ার লিগে প্রথম জয়টা পেল ইয়ুর্গেন ক্লপের দল।
লিভারপুল ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে অবস্থান করছে। এক ম্যাচ বেশি খেলে ১৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা এভারটন রেলিগেশনের শঙ্কায় পড়েছে। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল।
গত সোমবার রাতে অ্যানফিল্ডে হওয়া ম্যাচের ৩৬ মিনিটে দ্রুত আক্রমণ থেকে ডারউইন নুনেজের পাসে বল পেয়ে ডান পায়ের শটে অলরেডদের লিড এনে দেন সালাহ।