প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইনস ডে (ভালোবাসা দিবস)। অনেকের ধারণা, এই বিশেষ দিনটি শুধুমাত্র প্রেমিক-প্রেমিকা ও দম্পতিদের জন্য। তবে এই ভাবনা সঠিক নয়।
এই ভ্যালেন্টাইনস ডে- নিয়ে এমন কতগুলো তথ্য আছে যেগুলো হয়তো সবাই জানেন না। তেমনই কিছু তথ্য তুলে ধরা হলো।
১. প্রতি বছর ভালোবাসা দিবসে গড়ে ২ লাখ ২০ হাজার জন ছেলে তাদের বান্ধবীদের বিয়ের প্রস্তাব দেন। যা এক রেকর্ড।
২. ভালোবাসা দিবস হলো বিশ্বের দ্বিতীয় দিন, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক কার্ড কেনা হয়। এক নম্বরে রয়েছে বড়দিন। আমেরিকায় একজন পুরুষ ভি-ডেতে উপহারের জন্য গড়ে প্রায় ১৩০ ডলার খরচ করেন।
৩. প্রতি বছর প্রায় ১ বিলিয়ন ভ্যালেন্টাইনস ডে কার্ড বিনিময় করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধু, প্রিয়জন সবাইকে এই কার্ড দেওয়ার রীতি রয়েছে।
৪. ফিনল্যান্ডের মানুষ ভ্যালেন্টাইনস ডে’কে ‘বন্ধু দিবস’ হিসেবে পালন করে। এই দিনে সেখানে বন্ধুদের স্মরণ করা হয়।
৫. এই দিন প্রায় ৩৫ মিলিয়নেরও বেশি হার্ট আকৃতির চকোলেট বিক্রি হয়।
৬. জাপানে শুধুমাত্র পুরুষরাই ভ্যালেন্টাইনস ডে পালন করে থাকে।
৭. ইউরোপ মহাদেশে একটা সময় ছিল যখন চিকিৎসকরা তাদের প্রেমে ভেঙে পড়া রোগীদের চকলেট খেতে বলতেন। চিকিৎসকরা বিশ্বাস করতেন, যে এই সময়ে চকলেট খাওয়া রোগীদের তাদের হারানো ভালোবাসার যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি দেবে।
৮. শিক্ষকেরা সবথেকে বেশি ভ্যালেন্টাইনস ডে কার্ড পেয়ে থাকেন তাদের ছাত্রছাত্রী, মা-বাবা, স্বামী-স্ত্রী, ভালোবাসার মানুষদের কাছ থেকে।
৯. বিখ্যাত রোমিও জুলিয়েটের নাম কমবেশি সবাই শুনেছেন। আজও এই ভালোবাসা দিবসে ইতালির ভেরোনায় জুলিয়েটের নামে হাজারের বেশি মানুষ চিঠি লিখে থাকেন।