বার্সেলোনার ইতিহাসের অন্যতম দুর্দশার মুহূর্তে ডাগআউট ছিলেন তিনি। শুধু ছিলেনই না, ‘দায়ী ব্যক্তি’ হিসেবে প্রথম কোপটাও পড়েছিল তাঁর কাঁধে। তিন দিন পরই ছাঁটাই হয়েছিলেন কোচের চাকরি থেকে। এই ‘তিনি’ কিকে সেতিয়েন। আর দুর্দশার মুহূর্তটি ২০২০ সালের ১৪ আগস্টে।
সেদিন পর্তুগাল রাজধানীতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮–২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সা। বার্সার ইতিহাসে সেটি ৭৪ বছর পর প্রথম ৮ গোল হজমের নজির, ৬৯ বছর পর ৬ গোল ব্যবধানে প্রথম হার।
সেই সেতিয়েন রোববার রাতে ভিয়ারিয়ালের হয়ে বার্সেলোনার মুখোমুখি হয়েছিলেন। ম্যাচ শেষে সাবেক দলকে নিয়ে সেতিয়েনের পর্যবেক্ষণ ছিল এমন, ‘বার্সেলোনা অনেক বদলে গেছে, এর পেছনে কিছু বিষয় তো আছেই।’ সেই ‘কিছু’টা কী—সে ব্যাখ্যা সেতিয়েন দেননি বা দিতে পারেননি। তবে বদলে যাওয়ার ধরন নিয়ে ধারণা দিয়েছেন কিছুটা, ‘প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করার ব্যাপারটা বেশ বেড়েছে। বল ছাড়াও বেশ ভালো খেলে।’