বিশ্বের বিভিন্ন দেশে যখন বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে, তখন বাংলাদেশেও এ ধরনের গাড়ির আমদানি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন নিয়ে যে জটিলতা ছিল, তা কেটে যাওয়ার পর আমদানি বাড়তে শুরু করে। এক-দুটি থেকে শুরু করে এ ধরনের গাড়ির আমদানি এখন অর্ধশতাধিক ছাড়িয়ে গেছে।
এসব গাড়ির মধ্যে সবচেয়ে আলোচিত টেসলা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই বৈদ্যুতিক গাড়ি বাংলাদেশের রাস্তায় চলেছে। সংখ্যায় এখনো কম হলেও পথচারীর চোখে পড়তে পারে এ ধরনের গাড়ি। তবে শুধু টেসলা–ই নয়, ইউরোপের অডি, মার্সিডিজ কিংবা পোরশে ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়িও চলছে দেশের রাস্তায়।
বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বাজার এখন বেশ বড় হলেও বাংলাদেশে এত দিন এ ধরনের গাড়ি খুব একটা আসেনি। গাড়ি ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি শুরু হলেও প্রায় পাঁচ বছর নিবন্ধন পাননি ক্রেতারা। নিবন্ধনবিহীন গাড়ি পুলিশের চোখ এড়াতে ছোট দূরত্বে চালান মালিকেরা।