ভারতের বক্স অফিসে তৃতীয় শনিবারেও অপ্রতিরোধ্য শাহরুখের ছবি। ধীরে ধীরে ভারতীয় মুদ্রায় ১০০০ কোটির ক্লাবের দিকে এগোচ্ছে ‘পাঠান’। শাহরুখের সামনে ইতিহাস গড়ার হাতছানি।
মুক্তির ১৮ দিন পরেও ‘পাঠান’ নিয়ে দর্শকদের উন্মাদনা একবিন্দু কমেনি। তার প্রমাণ শাহরুখ-দীপিকার ছবির সাম্প্রতিক বক্স অফিস রিপোর্ট।
শুক্রবারের তুলনায় শনিবার ছবির কালেকশন এক লাফে বেড়েছে। তৃতীয় শুক্রবারের তুলনায় শনিবার মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দুই জায়গাতেই ‘পাঠান’-এর টিকিট বিক্রির হার প্রায় ৫০% বেড়েছে। তৃতীয় শনিবারে এই ছবি ভারতের বাজারে ১১ কোটি টাকা আয় করেছে, যা এক কথায় অনবদ্য। বেশিরভাগ ছবি যেখানে ওপেনিং ডে-'তেও ডবল ডিজিট আনতে ব্যর্থ হয়, সেখানে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছেন শাহরুখ-দীপিকারা।