ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্র নয়, বাজোয়াই ‌‘সুপার কিং’: ইমরান খান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২২

সংসদে আনা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমারন খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় পাকিস্তানের বিরোধী দলগুলো। যদিও শুরুর দিকে এজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইমরান খান। কিন্তু পরবর্তীতে এ ব্যাপারে সুর পাল্টান তিনি। এবারও একইভাবে বললেন, ক্ষমতাচ্যুতের জন্য যুক্তরাষ্ট্র নয়, বরং সাবেক সেনাপ্রধান জেনারেল বাজোয়াই দায়ী। গত বছরের এপ্রিলে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের।


শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত হওয়া ভয়েস অব আমেরিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এছাড়া আরও একটি টেলিভিশনে তিনি একই দাবি করেন। তার সব অভিযোগ পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল বাজোয়াকে ঘিরে। বর্তমানে পাকিস্তানে যে সংকট রয়েছে তার জন্যও ওই সেনাপ্রধান দায়ী বলে জানান ইমরান।


 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us