ভালো বীজে, ভালো ফসল। এটিই কৃষির মূলমন্ত্র। কৃষিতে বিপ্লব ঘটাতে প্রযুক্তিতে যেমন নজর দিতে হবে তার থেকেও বেশি গুরুত্ব দিতে হবে বীজে। সঠিক বীজের মান ও উন্নত বীজের গুরুত্ব দেশের কৃষক ও কৃষিকাজে সংশ্লিষ্টদের বোঝাতে দেশে প্রথমবারের মতো বসেছে বাংলাদেশ সিড কংগ্রেস।
বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন এবং সরকারের কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় ১১-১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই সিড কংগ্রেস। রোববার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিড কংগ্রেসের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন অসংখ্য দেশি-বিদেশি বিজ্ঞানী, বৈজ্ঞানিক কর্মকর্তা, ডিলার, বীজ ব্যবসায়ী, বীজ শিল্পপ্রতিষ্ঠান, কৃষিবিদ, ব্যাংকার, শিক্ষক ও কৃষক প্রতিনিধি।