পৃথিবীতে ছাপার হরফেই সংবাদপত্রের হাত ধরে সংবাদমাধ্যমের সূচনা হয়েছিল। তথ্য ছড়িয়ে দেওয়ার প্রথম মাধ্যমই ছিল কলম ও কাগজ। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা ট্রান্সমিশন ও শব্দতরঙ্গ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। যার ফসল জনপ্রিয় সম্প্রচার মাধ্যম বেতার।
২০ শতকের মাঝামাঝি থেকে বিশ্বে বেতার সম্প্রচার শুরু হয় শব্দতরঙ্গ ও সংকেতের সাহায্যে একটি নির্দিষ্ট ব্যান্ডউইথের মাধ্যমে। তবে তা সংবাদমাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠতে বেশ কয়েক বছর সময় লেগেছিল। যাঁরা বিজ্ঞাপন ও সংবাদপত্র পড়তে পারতেন না, তাঁরা রেডিওর উদ্ভাবনের পরে বিভিন্ন তথ্য এবং সংবাদ ভালোভাবে শুনতে ও বুঝতে পারতেন। এই সংবাদমাধ্যমের জনপ্রিয়তাকে বাঁচিয়ে রাখতে ও এর ব্যবহারের বিস্তারে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য 'রেডিও এবং শান্তি'।দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য হলো শ্রবণের মাধ্যমে বর্তমান সময়ের সংবাদ, বিনোদন, বিতর্ক সবকিছুর সঙ্গে মানুষকে তাল মিলিয়ে চলতে উৎসাহিত করা।