You have reached your daily news limit

Please log in to continue


শহরে ‘ড্রোনের মতো’ উড়ে বেড়ানোর সুবিধা গুগলের ম্যাপে

জনপ্রিয় ‘ম্যাপস’ অ্যাপে নতুন এক আপগ্রেড এনেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এর ফলে, অনলাইনে ড্রোনের মতো বিভিন্ন শহরে উড়ে বেড়ানোর সুবিধা পাবেন ব্যবহারকারী।

‘দ্য ইমার্সিভ ভিউ’ নামের নতুন এই ফিচার চালু হয়েছে লন্ডন, লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্ক, স্যান ফ্রান্সিসকো ও টোকিও শহরে। এ ছাড়া, অন্যান্য বড় শহরেও ফিচারটি আনার পরিকল্পনা রয়েছে গুগলের।

“বিভিন্ন জায়গা অনুসন্ধানের পুরোপুরি নতুন উপায় হলো ইমার্সিভ ভিউ। কোনো জায়গা পরিদর্শনের আগেই এটি আপনাকে সেখানে উপস্থিত থাকার মতো অনুভূতি দেবে।” --এই আপডেট প্রকাশ করা এক ব্লগ পোস্টে বলেন গুগলের এক মহাব্যবস্থাপক ক্রিস ফিলিপস।

“কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটিং খাতে অগ্রগতি ব্যবহার করে, ইমার্সিভ ভিউ কয়েকশ কোটি স্ট্রিট ভিউ ও আকাশ থেকে তোলা ছবির সমন্বয় করে বিশ্বের একটি সমৃদ্ধ, ডিজিটাল মডেল তৈরি করে। এ ছাড়া, আবহাওয়া, ট্রাফিক ও জায়গার ব্যস্ততা সম্পর্কেও সহায়ক তথ্য দেয় এটি।”

নতুন ফিচারটি বর্তমানে কেবল গুগল ম্যাপস অ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে এসেছে। ভবিষ্যতে ডেস্কটপ ব্যবহারকারীদের কাছেও এটি পৌঁছানোর কথা বলেছে গুগল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন