সব দম্পতিই তাদের বিয়ের তারিখে বিবাহবার্ষিকী বা বিবাহ দিবস উদযাপন করেন। তবে জানলে অবাক হবেন, একটি দিন আছে যেটিকে বিশ্ব বিবাহ দিবস হিসেবে পালিত হয়।
বিশ্বের সব দম্পতিদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনে এই দিবস পালিত হয়। বিশ্ব বিবাহ দিবস ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়।
কখনো কখনো এই দিবস ভ্যালেন্টাইনস ডে এর সঙ্গেও মিলে যায়। এই বছর ১২ ফেব্রুয়ারি অর্থাৎ হাগ ডে’ তে অনুষ্ঠিত হচ্ছে।
এরপর বিশ্ব বিবাহ দিবস আনুষ্ঠানিকভাবে ১৯৮৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল। ক্যাথলিক চার্চের মাধ্যমে জনপ্রিয় হয় এই দিবস।
বিশ্ব বিবাহ দিবসের মূল লক্ষ্য হলো বিবাহিত জীবনের প্রতি জোর দেওয়া ও জীবনসঙ্গীর বিশ্বস্ততা অর্জন করা ও ত্যাগের জন্য স্বামী ও স্ত্রীর সম্মান করা।
বিশ্ব বিবাহ দিবসের মাধ্যমে আধুনিক সমাজে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় সম্পর্কে একটি বিশেষ আলোকপাত করা হয়।