পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফেনসিডিলসহ পেয়ারা বেগম (২৬) ও মনির হোসেন (৩২) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া বালাবাড়ি এলাকার রুহুল আমিনের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার পেয়ারা বেগম রুহুল আমিনের স্ত্রী ও মনির হোসেন তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কালদাস পাড়া বালাবাড়ির রুহুল আমিনের বাড়িতে নিয়মিত ভারতীয় ফেনসিডিলসহ মাদকদ্রব্য বিক্রি হয়। গোপন সংবাদে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ৯৫ বোতল ফেনসিডিলসহ পেয়ারা বেগম ও মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ১৫০ সিসি মোটরসাইকেল এবং একটি মোবাইল জব্দ করা হয়।