যুক্তরাষ্ট্রের আকাশে একটি বস্তু ধ্বংস করার একদিন যেতে না যেতেই এবার কানাডার আকাশ সীমানায় শনাক্ত হয়েছে আরেকটি। এ বিষয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, বস্তুটি কানাডার আকাশ সীমানা লঙ্ঘন করে। গুলি করে ধ্বংস করা হয়েছে।
রহস্যজনক বস্তুটি ধ্বংস করতে যুদ্ধ বিমান পাঠায় কানাডা ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ প্রচেষ্টায় এটিকে খুঁজে বের করা হয়। পরবর্তীতে মার্কিন যুদ্ধ বিমান এফ-২২ বস্তুটি ধ্বংস করে। উত্তর আমেরিকার আকাশে এ নিয়ে তৃতীয় কোনও বস্তু ধ্বংস করা হয়েছে। তবে এটি কোথা থেকে এসেছে তা এখনও জানা যায়নি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের একটি গোয়েন্দা বেলুন গুলি করে ভূপাতিতের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবারও আলাস্কা অঙ্গরাজ্যের অনেক উঁচুতে উড়তে থাকা একটি ছোট গাড়ির আকৃতির বস্তুকে ধ্বংস করা হয়। এর মধ্যে আবারও এ ঘটনা ঘটেছে।