বিয়ে মানেই শেষ নয়

প্রথম আলো প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৬

বিয়ের পরও ভালোভাবেই অভিনয় চালিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। বিবাহিত বলে মোটেও তাঁর কাজের অভাব নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি বলেছেন যে বলিউডের এসব বস্তাপচা চিন্তাভাবনা এখন বদলেছে।


একসময় বলিউড নায়িকাদের বিয়ে মানেই ক্যারিয়ার শেষ ধরে নেওয়া হতো। সংসার, স্বামী, ছেলেপুলে নিয়ে তাঁরা ঘোর সংসারী হয়ে উঠতেন। আবার ফিল্মি ক্যারিয়ার শুরু করলেও সাধারণত তাঁদের কপালে মা বা ভাবির চরিত্রই বেশি জুটত। ইয়ামি মনে করেন, হিন্দি ছবির জগৎ এখন সেই সব বস্তাপচা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসেছে। বিয়ের পরও এখন বিটাউন নায়িকাদের ক্যারিয়ারের গাড়ি আগের মতোই ছুটছে।


এ প্রসঙ্গে ইয়ামি বলেছেন, ‘আগে নায়িকারা বিয়ে করে ফেললেই কম কাজ পেতেন। শুনেছি, অনেক কিংবদন্তি অভিনেত্রী একসময় মূল নায়িকা হিসেবে কাজ করতেন। কিন্তু বিয়ের পর তাঁরা মায়ের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেতেন। আমি খুব খুশি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন এসব আর নেই। এমনকি এ নিয়ে এখন কেউ কথাবার্তাও বলে না। বিয়ের সঙ্গে প্রতিভার কোনো সম্পর্ক নেই।’


ওটিটির দুনিয়ায় ইয়ামি নতুনভাবে হাজির হয়েছেন। গত দুই বছরে ওয়েবে নানা ধরনের চরিত্রে অভিনয় করে তিনি চমকে দিয়েছেন। এবার অপরাধবিষয়ক সাংবাদিকের চরিত্রে তাঁকে দেখা যাবে ‘লস্ট’ ছবিতে। ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। ইন্ডাস্ট্রিতে তিনি ‘টোনিদা’ নামেই খ্যাত। নিজের চরিত্রের প্রস্তুতির প্রসঙ্গে ইয়ামি বলেছেন, ‘আমি দেখেছি, সাধারণত পরিচালকেরা চরিত্রের প্রস্তুতির জন্য অনেক কিছু করতে বলেন। কিন্তু এখানে তা হয়নি। আমাকে পরিচালক সে রকম কিছু বলেননি। কলকাতার এক অভিজ্ঞ সাংবাদিকের সঙ্গে কথাবার্তা বলেছি। আর তাঁর শারীরী ভাষা অনুসরণ করেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us