গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা

প্রথম আলো প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৪

সাতক্ষীরার দেবহাটায় ইছামতী নদীর বেড়িবাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ভাতশালা এলাকায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-১-এর আওতাধীন বেড়িবাঁধে দুই মাস আগে এ ভাঙন শুরু হয়। তবে হঠাৎ করে গত সোমবার থেকে ভাঙন প্রবল আকার ধারণ করেছে। যেকোনো মুহূর্তে এ বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সাতক্ষীরার দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতী নদী বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ করেছে। এ নদীর ভাতশালা এলাকার বেড়িবাঁধে গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভাঙন দেখা দেয়। সোমবার থেকে ভাঙন বাড়তে বাড়তে ১৪০-১৫০ মিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে।


ভাতশালা এলাকার বাসিন্দা আঞ্জুয়ারা বেগম বলেন, তাঁদের এলাকায় নদীর বেড়িবাঁধের ভেতর ১৫০-২০০ পরিবারের বসবাস। বাঁধের ভাঙন রোধে এখনই ব্যবস্থা না নিলে পরিবারগুলোর বাড়িঘর, ফসলি জমি ও মাছের ঘের প্লাবিত হতে পারে। এখনই বাঁধ সংস্কারের উদ্যোগ না নিলে এসব পরিবার গৃহহারা হয়ে পড়বে। আঞ্জুয়ারা বেগম আক্ষেপ করে বলেন, পাউবো কর্তৃপক্ষ বাঁধের ভাঙন রোধে সময়মতো উদ্যোগ নিলে বছর বছর তাঁদের সম্পদ হারাতে হতো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us