‘আমার আর কোনো আফসোস নেই’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৭

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের শামসুন্নাহার জুনিয়র আগে দু’বার অধিনায়কত্ব করলেও চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার তিনি পেরেছেন নেতৃত্ব দিয়ে দেশকে সাফ শিরোপা এনে দিতে।


এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ শামসুন্নাহারময়ই হয়েছিল। অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা জিতেছেন, ৫ গোল করে গোল্ডেন বুট জিতেছেন, জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও।


চার ম্যাচের তিনটিতেই ছিল গোল। এর মধ্যে হ্যাটট্রিক ছিল ভুটানের বিপক্ষে। অধিনায়ক হিসেবে প্রথম ট্রফি জয় ও নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন ময়মনসিংহের কলসিন্দুরের এই যুবতি।


আরো একটা সফল মিশন শেষ করলেন। সাফের পর অনূর্ধ্ব-২০ সাফেরও শিরোপা। কেমন লাগছে এখন?


শামসুন্নাহার: এটা অবশ্যই ভালোলাগার বিষয়। আমরা সেপ্টেম্বরে সাফ জিতলাম, এবার অনূর্ধ্ব-২০ সাফ। দেশকে এই সাফল্য দিতে পেরে অনেক আনন্দিত আমি।


আপনার আনন্দতো অবশ্যই বেশি ছিল। কারণ, অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা। আগে অধিনায়ক হিসেবে শিরোপা ছিল না বলে কষ্ট ছিল আপনার।


শামসুন্নাহার: আমি এর আগে দু’বার বয়সভিত্তিক সাফে অধিনায়কত্ব করেছি। চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার হয়েছি। এখন আমার আর কোনো আফসোস নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us