বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের শামসুন্নাহার জুনিয়র আগে দু’বার অধিনায়কত্ব করলেও চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার তিনি পেরেছেন নেতৃত্ব দিয়ে দেশকে সাফ শিরোপা এনে দিতে।
এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ শামসুন্নাহারময়ই হয়েছিল। অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা জিতেছেন, ৫ গোল করে গোল্ডেন বুট জিতেছেন, জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও।
চার ম্যাচের তিনটিতেই ছিল গোল। এর মধ্যে হ্যাটট্রিক ছিল ভুটানের বিপক্ষে। অধিনায়ক হিসেবে প্রথম ট্রফি জয় ও নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন ময়মনসিংহের কলসিন্দুরের এই যুবতি।
আরো একটা সফল মিশন শেষ করলেন। সাফের পর অনূর্ধ্ব-২০ সাফেরও শিরোপা। কেমন লাগছে এখন?
শামসুন্নাহার: এটা অবশ্যই ভালোলাগার বিষয়। আমরা সেপ্টেম্বরে সাফ জিতলাম, এবার অনূর্ধ্ব-২০ সাফ। দেশকে এই সাফল্য দিতে পেরে অনেক আনন্দিত আমি।
আপনার আনন্দতো অবশ্যই বেশি ছিল। কারণ, অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা। আগে অধিনায়ক হিসেবে শিরোপা ছিল না বলে কষ্ট ছিল আপনার।
শামসুন্নাহার: আমি এর আগে দু’বার বয়সভিত্তিক সাফে অধিনায়কত্ব করেছি। চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার হয়েছি। এখন আমার আর কোনো আফসোস নেই।