পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর শুরু হচ্ছে সোমবার। টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির জন্য পাকিস্তান দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কামরান আকমল। পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী মনোনীত হওয়া ওয়াহাব রিয়াজও পিএসএলের জন্য আপাতত শপথ নিচ্ছেন না।
৪১ বছর বয়সী কামরান গত বছরও পিএসএলে খেলেছেন। এবারের আসরে ড্রাফটে নাম দিলেও কোনো দল তাঁকে নিতে আগ্রহী হয়নি। দুই সপ্তাহ আগে পেশোয়ার জালমির ব্যাটিং মেন্টর হিসেবে কাজ শুরু করেন। অনেকটা হুট করেই গত সপ্তাহে তাঁকে পাকিস্তান দলের নির্বাচক কমিটির সদস্য নিয়োগ দেয় পিসিবি। এরপর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে নতুন দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত হওয়ার কথাও জানান।
তবে শুক্রবার এক টুইটে নির্বাচক পদ থেকে অব্যাহতির কথা জানিয়েছেন পাকিস্তানের হয়ে ৫৩ টেস্ট, ১৫৭ ওয়ানডে ও ৫৮ টি–টোয়েন্টি খেলা এই সাবেক ক্রিকেটার।