চুল প্রতিস্থাপনে আধুনিক চিকিৎসা

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩

পিআরপি বলতে বোঝায় Platelet Rich Plasma. এটি রক্তের বিশেষ প্রক্রিয়াজাত অংশবিশেষ, যেখানে রক্তরস অণুচক্রিকা এবং প্রয়োজনীয় গ্রোথ ফ্যাক্টর সমৃদ্ধ থাকে। এতে যেসব উপাদান থাকে, তা নতুন কোষ তৈরির পাশাপাশি পুরনো কোষগুলো উজ্জীবিত করে এবং এর ভিত্তিতে মানব দেহের বিভিন্ন অংশের, যেমন ত্বক, চুল, অস্থিসন্ধি, মাংসপেশির আঘাত, টেন্ডনে আঘাত, পুরনো ক্ষত চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। উপকৃত হচ্ছে গোটা মানবসমাজ।


ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে পিআরপি থেরাপি ভালো কাজ করে। যেমন ব্রনের ক্ষত, লোমকূপ বড় হয়ে যাওয়া, চোখের নিচের কালো দাগ, অল্পবয়সে ত্বক বুড়িয়ে যাওয়া, ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ইত্যাদি। চুলের চিকিৎসায় এ থেরাপি নিয়ে এসেছে অভাবনীয় সাফল্য। সাধারণ চুল পড়া, স্থানে স্থানে চুল পড়া সর্বোপরি বংশগত চুল পড়া রোধে এ থেরাপি এনেছে যুগান্তকারী সাফল্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us