পর্যাপ্ত পরিমাণ পেট্রল রয়েছে এমন দাবি এবং পেট্রল মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সত্ত্বেও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে পাম্পগুলোতে পেট্রলের অভাব দেখা দিয়েছে। ফলে ব্যাহত হচ্ছে জনসাধারণের দৈনন্দিন জীবন।
ডনের তথ্য অনুযায়ী, প্রত্যন্ত অঞ্চলে অবস্থা আরও খারাপ, যেখানে এক মাস ধরে পেট্রল সরবরাহ হয়নি।
একদিকে, পাকিস্তান পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন (পিপিডিএ) সমস্ত ওয়েল মার্কেটিং কোম্পানিগুলোকে (ওএমসি) এর জন্য দায়ী করছে। তাদের দাবি অনুযায়ী, সরবরাহকারীরা চাহিদা অনুযায়ী পেট্রল পাম্পগুলোতে সরবরাহ না করার কারণেই পাম্পগুলো শূণ্য হয়ে পড়েছে। ফলে মোটর আরোহীদেরকে বাধ্য হয়ে শহরের ভেতরের পেট্রল পাম্পগুলোতে আসতে হচ্ছে জ্বালানি খোঁজার জন্য।