বিশ্বজুড়েই উচ্চ রক্তচাপ খুব পরিচিত একটি রোগ। হৃদরোগ, স্ট্রোক ও কিডনি বিকল হওয়ার পেছনে উচ্চ রক্তচাপের একটা বড় ধরনের ভূমিকা রয়েছে। যদিও বেশির ভাগ ক্ষেত্রে এই রোগটির পেছনের কারণ নির্ণয় করা সম্ভব হয় না, তবে শতকরা ১০ থেকে ১৫ ভাগ ক্ষেত্রে রক্তচাপের পেছনে কিন্তু কারণ রয়েছে। সেই কারণ নির্ণয় করে ক্ষেত্রবিশেষে যথাযথ চিকিৎসা দিলে উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করা না-ও লাগতে পারে। সে-জন্য জেনে নিতে হবে এই রোগটির পেছনের কারণগুলো কী কী?
কারণ : অনেকগুলো হরমোনঘটিত রোগ উচ্চ রক্তচাপের পেছনে দায়ী। থাইরয়েড হরমোনের আধিক্য কিংবা ঘাটতি দুটোই উচ্চ রক্তচাপের কারণ হতে পারে।