নতুন বছরে পা ফেলে আমরা নতুন প্রপঞ্চের মুখোমুখি হচ্ছি। পুঁজিবাদী গণতান্ত্রিক বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় অর্থশাস্ত্রের দুর্বলতাকেও সামনে এনেছে। সমালোচনার তীর তাই অর্থনীতিবিদদের দিকেও নিক্ষিপ্ত হচ্ছে। চলমান অর্থনৈতিক সংকটের পেছনে অর্থনীতিবিদরা কীভাবে এবং কতটুকু দায়ী সে প্রশ্ন অনুসন্ধানের দাবি রাখে।
বিশ্বে অর্থনীতিবিদদের ভূমিকা নিয়ে ২০১০ সালে একটি তথ্যচিত্র নির্মিত হয়েছিল। অস্কারজয়ী এ তথ্যচিত্রে অর্থনীতিবিদদের এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেখানে তারা অর্থলোভী লবিস্ট এবং ধনীদের তল্পিবাহক। যারা ধনীদের কাছ থেকে বড় অংকের উপঢৌকন গ্রহণ করেন। আমাদের রাজনীতির প্রতিফলন থাকে পলিসিতে। কোনো পলিসিতে যদি ১০০ অর্থনীতিবিদ সমর্থন জানান, তখন দেখা যাবে অন্য ১০০ জন দাঁড়িয়ে গেছেন তার বিরোধিতায়। এছাড়া কোনো পলিসিতে প্রয়োজনীয় দক্ষতা না থাকলেও অনেক অর্থনীতিবিদ মন্তব্য করে বসেন। এটা অনেক ক্ষেত্রে বিপর্যয় নিয়ে আসে। এমন পরিস্থিতি সত্ত্বেও বুঝদার সমালোচকরা বলছেন, অর্থনৈতিক নীতিনির্ধারণে অর্থনীতিবিদদের ব্যাপক প্রভাব রয়েছে। এবং এতে ক্ষতি করার ক্ষমতাও থাকছে বৈকি। কিন্তু এ সমস্যা কি গুটিকয়েক ক্ষমতাধর ব্যক্তির সৃষ্টি নাকি পুরো ডিসিপ্লিনই দায়ী? এ নিয়ে আলোচনা এগোনো যায়।