সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ায় বড়শিতে ধরা পড়ছে বড় বড় বোল মাছ

প্রথম আলো প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৫

বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের দ্বীপ সেন্ট মার্টিন। সেখান থেকে আরও সাত-আট কিলোমিটার দূরে গেলে পৌঁছানো যায় বিচ্ছিন্ন আরেক দ্বীপ ছেঁড়াদিয়ায়। ভ্রমণনিষিদ্ধ এই ছেঁড়াদিয়ার চারদিকে বড় বড় পাথরের স্তূপ। রাতে ডুবে থাকা পাথরের স্তূপে বড়শি ফেলে ধরা হচ্ছে বড় বড় বোল মাছ। সেন্ট মার্টিনে ভ্রমণে আসা পর্যটকের কাছে বোল মাছের চাহিদা বেশ। বর্তমানে সেন্ট মার্টিনে প্রতি কেজি বোল মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। স্থানীয় হোটেল–রেস্তোরাঁগুলোয় ১ কেজি ওজনের বোল মাছ গ্রিল করে খেতে গেলে গুনতে হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।


গতকাল বুধবার রাত ১১টার দিকে ছেঁড়াদিয়ায় বোল মাছ ধরতে যান সেন্ট মার্টিন দ্বীপের জেলে রফিক আলম। রাত সাড়ে ১২টার দিকে তাঁর বড়শিতে ধরা পড়ে ১২ কেজি ওজনের একটি বোল মাছ। বৃহস্পতিবার সকালে বোল মাছটি বিক্রির জন্য সেন্ট মার্টিন বাজারে নিয়ে যচ্ছিলেন তিনি। পথে পূর্বপাড়ার কোস্টগার্ড বাহিনীর কার্যলয়ের সামনে মাছটি কেনার জন্য কয়েকজন ব্যক্তি আগ্রহ দেখান। রফিক প্রথমে পুরো মাছটির দাম হেঁকেছিলেন ১২ হাজার টাকা। দর–কষাকষির একপর্যায়ে মাছটি সাড়ে আট হাজার টাকায় কিনে নেন আবু তালেব নামের এক রিসোর্টের মালিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us