জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কুমার সাহার বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে সেমিস্টার ফাইনালের প্রশ্ন সরবরাহের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে উভয়ের শাস্তির দাবি জানিয়েছেন তারা।বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, গত ৪ ডিসেম্বর কোর্স মানোন্নয়ন পরীক্ষার সময় এক ছাত্রী নকলসহ ধরা পড়েন।