প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালন করা হয় 'ভ্যালেন্টাইনস ডে' বা ভালোবাসা দিবস। তবে ভারতের পশু কল্যাণ দপ্তর (অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অভ ইন্ডিয়া) এবার নাগরিকদের ১৪ ফেব্রুয়ারিকে 'গরু জড়িয়ে ধরা দিবস' হিসেবে পালন করার আহ্বান জানিয়েছে। খবর আল জাজিরা-র।
ভারতের পশু কল্যাণ দপ্তরের গরু জড়িয়ে ধরা দিবস পালন করতে চাওয়ার উদ্দেশ্য, আরও ভালোভাবে হিন্দু মূল্যবোধ তুলে ধরা।
সোমবার হরিয়ানার ভারতের প্রাণীকল্যাণ দপ্তর থেকে এমন একটি আর্জি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি দিনটি কাউ হাগ ডে (অর্থাৎ গরুকে জড়িয়ে ধরার দিন) হিসেবে পালন করা হোক। কেন্দ্রের মৎস্য, প্রাণী ও ডেয়ারি মন্ত্রণালয়ের অধীনে থাকা এই বিশেষ দফতরটির আর্জি, আগামী ১৪ ফেব্রুয়ারি কাউ হাগ ডে হিসেবেও পালিত হোক।