খুব সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং- সানেমের সম্মেলনের আলোচনায় উঠে এসেছে, ব্যবসায়ীরা নিজেরাই এখন শাসকগোষ্ঠীর অংশ হয়ে পড়েছেন।
অবশ্য এরূপ বলার স্থান বা ধরন নতুন হলেও ঘটনা বা বিষয় হিসেবে এটি মোটেও নতুন কিছু নয় এবং তা হঠাৎ করেও ঘটেনি। স্বাধীনতাত্তোর বাংলাদেশে যখন থেকেই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি ক্রমান্বয়ে তার চিন্তার ঐশ্বর্য্য, মূল্যবোধের অগ্রগামিতা ও সামাজিক দায়বোধ হারাতে থাকে, ঠিক তখন থেকেই এখানে তস্কর ব্যবসায়ী (সব ব্যবসায়ীকে বলা হচ্ছে না) শ্রেণির বিকাশ ঘটতে শুরু করে। আর এটিকে একেবারে সুনির্দিষ্ট সময় উল্লেখ করে চিহ্নিত করা না গেলেও ১৯৯০ দশকের গোড়াতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সাথে এর একটি যোগসূত্র নির্মাণের সুযোগ রয়েছে বলে মনে করি।