দেশের পর্যটন খাত জেগে উঠেছে

বণিক বার্তা ড. সন্তোষ কুমার দেব প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯

ড. সন্তোষ কুমার দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান। বাংলাদেশের পর্যটনের সংকট, সম্ভাবনা, ব্র্যান্ডিং, করোনা মহামারী-পরবর্তী অবস্থান এবং দেশে পর্যটন শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন তৌফিকুল ইসলাম


করোনা মহামারী-পরবর্তী সময়ে বাংলাদেশের ট্যুরিজম কেমন অবস্থানে রয়েছে?


কভিড-১৯-এর সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এ পর্যটন শিল্প। আবার কভিড-১৯ পরবর্তী সময়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে পাঁচটি সেক্টরকে চিহ্নিত করেছে, তার মধ্যে পর্যটন কিন্তু উল্লেখযোগ্য। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য অন্যান্য শিল্পের পাশাপাশি এ মুহূর্তে পর্যটনকে অধিক গুরুত্বারোপ করা হচ্ছে। যদি উন্নত দেশগুলোর কথা বলি, অস্ট্রেলিয়া যারা অন্যান্য শিল্পের ওপর এত বছর গুরুত্ব আরোপ করেছে, কভিড-১৯ পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য তারা ইনস্টাগ্রামে নতুন একটা পেজ খুলেছে। ‘আই লাভ অস্ট্রেলিয়া’ শিরোনামের পেজটি খুলে তারা আন্তর্জাতিক পর্যটক আকৃষ্টের চেষ্টা করছে। ইউরোপের দেশ চেক রিপাবলিক, যার রাজধানী রাহা, তারা ইনস্টাগ্রামে একটা পেজ খুলেছে ‘রাহা ওয়ার্ল্ড’। এর মাধ্যমে তারা এখন আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করে দেশের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য পর্যটনের ওপর গুরুত্ব আরোপ করছে। বাংলাদেশে কভিড-১৯ পরবর্তী এ মুহূর্তে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম একটি জায়গায় রয়েছে অভ্যন্তরীণ পর্যটন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us