প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার রাতে মার্কিন পার্লামেন্ট অর্থাৎ কংগ্রেসের দুই কক্ষের সামনে ভাষণ দিয়েছেন। বিষয়বস্তুর সঙ্গে সঙ্গে ভাষণের প্রেক্ষাপটও ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ।
বাইডেনের এই বাৎসরিক ভাষণ ছিল পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে। কিন্তু তার বার্তার মূল লক্ষ্য ছিল মার্কিন জনগণ।
প্রেসিডেন্ট বাইডেনের ভাষণের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়
বাইডেনের জানান, আমেরিকা প্রথমে এবং পররাষ্ট্রনীতি শেষে। এর অর্থ হলো,পররাষ্ট্রনীতির আগে যুক্তরাষ্ট্রের স্বার্থই দেখবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রেরে আকাশে চীনা নজরদারি বেলুনের খবরটি বেশ বড় একটি ঘটনা ছিল। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন ওই বিষয়ে তেমন গুরুত্ব দেননি। ভাষণের শেষে বিষয়টি নিয়ে সামান্য কথা বলেন। তিনি বলেন,‘আমরা গত সপ্তাহে পরিষ্কার করে দিয়েছি, চীন যদি আমাদের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে তবে আমরা আমাদের দেশকে রক্ষা করবো। ’
পররাষ্ট্রনীতি নিয়ে তিনি যা বলেছেন তার বেশির ভাগই ছিল গত বছরের। এ ক্ষেত্রে, ইউক্রেনে রুশ সামরিক হামলা একটি বড় ঘটনা। বাইডেন কিন্তু এই বিষয়টি নিয়েও কম কথা বলেছেন। প্রেসিডেন্ট বাইডেন গ্যালারিতে বসা ইউক্রেনের রাষ্ট্রদূতকে সম্ভাষণ জানান। ইউক্রেনকে সাহায্য করার জন্য মিত্র দেশগুলাকে অভিনন্দন জানান। তবে নতুন কোনো সাহায্যের প্রতিশ্রুতি দেননি।