গ্লোবাল হাঙ্গার ইনডেক্স বা বিশ্ব ক্ষুধা সূচকে (জিএইচআই) উদ্বেগজনক অবস্থান থেকে মাঝারি অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। যেখানে ১২১টি দেশের মধ্যে ৮৪তম স্থানে রয়েছে বাংলাদেশ। তবে বর্তমান খাদ্য ব্যবস্থা, দারিদ্র্য ও ক্ষুধা দূর করতে তা যথেষ্ট নয়। এ কারণে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিয়ে এক ধরনের চাপা উদ্বেগ রয়েই গেছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর খামার বাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। ২০২২ সালে ১২১টি দেশকে এ গবেষণার আওতায় আনা হয়েছে। ওয়েল্ট হাঙ্গার লাইফ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও হেলভেটাস বাংলাদেশের যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।
ওয়েলট হাঙ্গার লাইফ বাংলাদেশের হেড অব মিশন ফাতিমা আজিজোভা সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারি এবং জলবায়ু পরিবর্তন লাখ লাখ মানুষের আর্থসামাজিক অবনতির অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন।