মাস গেলে যে টাকা পাই তা খরচ করেই চলে যায়। সঞ্চয় করার মতো হাতে তেমন কোনো টাকা থাকে না।
যা কিছু থাকে তা দিয়ে বড় কিছু করা যাবে না। তাই প্রতি মাসে সঞ্চয় করা হয়ে ওঠে না।
এ ধরনের বিভিন্ন কথা আমরা প্রায়ই শুনে থাকি। আয় এখন যতই থাকুক, যদি সিদ্ধান্ত নেন তাহলে এর মধ্যে থেকেও সঞ্চয় করা যায়।
আর এই আর্থিক সঞ্চয় সম্পর্কে টিপস দিয়েছেন ‘স্মার্ট মানি হ্যাকস’ বইয়ের লেখক কর প্রশিক্ষক জসীম উদ্দিন রাসেল।