বিশ্বব্যাপী এক র্যানসমওয়্যার আক্রমণে অচল হয়ে গেছে ফ্লোরিডা রাজ্যের সুপ্রিম কোর্ট’সহ যুক্তরাষ্ট্র ও মধ্য ইউরোপের বেশ কিছু ইউনিভার্সিটির সার্ভার।
অনলাইনে আক্রমণের শিকার সার্ভারগুলোর মুক্তিপণ দাবি করা বিভিন্ন নথি বিশ্লেষণ করার সুযোগ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, দ্রুতই ছড়িয়ে পড়া এই র্যানসমওয়্যার আক্রমণে তিন হাজার আটশটিরও বেশি সার্ভার লক করে দিয়েছে সাপ্তাহিক ছুটির বন্ধে। এসব তথ্য মিলেছে ইন্টারনেট ট্র্যাকিং সেবাদাতা ক্রাউডসোর্সড প্ল্যাটফর্ম ‘র্যানসমহোয়্যারের’ কাছ থেকে। প্রতিষ্ঠানটি অনলাইনে ডিজিটাল চাঁদাবাজির প্রচেষ্টা এবং মুক্তিপণ আদায়ের ঘটনার রেকর্ড রাখে।