কোচ রাহুল দ্রাবিড়কে যেভাবে দেখেন সৌরভ গাঙ্গুলী

প্রথম আলো প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৫

ওয়ানডে অভিষেকটা সৌরভ গাঙ্গুলীর চার বছর আগে হলেও টেস্ট অভিষেক একই সঙ্গে একই দিনে হয়েছিল সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের। ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে সেঞ্চুরি করে নিজের আগমনী বার্তা জানিয়ে দিয়েছিলেন সৌরভ। রাহুলও আগমনী বার্তা দিয়েছিলেন, তবে তাঁর দুর্ভাগ্য ৫ রানের জন্য সেঞ্চুরি পাননি। তিনি ফিরেছিলেন ৯৫ রানে। সেই থেকে দুজনের পথচলা ভারতীয় ক্রিকেটে।


সময়ের পরিক্রমায় দুজনই নিজেকে নিয়ে গিয়েছিলেন ইতিহাস সেরাদের কাতারে। খেলা ছেড়েছেন অনেক দিন, আজও ভারত ও বিশ্ব ক্রিকেটে একই রকম প্রাসঙ্গিক সৌরভ–রাহুল। সৌরভ অবশ্য তাঁর বন্ধু ও সতীর্থের চেয়ে একটা জায়গায় বেশ এগিয়ে। তিনি প্রশাসক হিসেবে নিজেকে তৈরি করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব সামলেছেন। রাহুল অবশ্য মনোযোগী নতুন দিনের তারকা তৈরিতে। তিনি এখন দায়িত্ব ভারতীয় ক্রিকেট দলের। প্রধান কোচ হিসেবে কাটিয়ে দিয়েছেন গোটা একটা বছর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us