ভূমিকম্পে নিহত হলেন তুরস্কের গোলরক্ষক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৯

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু নিখোঁজ- এ খবর খুব আলোড়ন তুলেছিলো। এরপর তার জীবিত উদ্ধারের শ্বাসরুদ্ধকর কাহিনিও প্রচার পেয়েছিলো আন্তর্জাতিক মিডিয়ায়। এরই মধ্যে জানা গেলো, ভয়াবহ এই ভূমিকম্পে নিহত হয়েছেন তুরস্ক জাতীয় দলের গোলরক্ষক আহমেত এইয়ুপ তুর্কাসলান।


সোমবার তুরস্ক এবং সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ এই ভূমিকম্পে এখনও পর্যন্ত আট হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েকমাইল জুড়ে তৈরি হয়েছে ধ্বংস্তুপ। এই ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে রয়েছে আরও অসংখ্য মানুষ। এর মধ্যেই মাঝে মাঝে কিছু জীবিত মানুষকে উদ্ধার করে আনছেন উদ্ধারকর্মীরা। তবে উদ্ধার করে আনাদের মধ্যে মৃতের সংখ্যাই বেশি।


তেমনি উদ্ধারকাজ চালাতে গিয়ে পাওয়া গেছে আহমেত এইয়ুপের লাশের সন্ধান পান উদ্ধারকর্মীরা। আহমেদের নিহতের সংবাদ নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালায়াতইয়াসপোর।


ক্লাবটি টুইটারে এক শোক বার্তায় লিখেছে, ‘আমাদের গোলরক্ষক, আহমেদ এইয়ুপ তুর্কাসলান- ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। তার মৃত আত্মার শান্তি কামনা করছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ক্ষমা চাইলেন এরদোয়ান

সমকাল | তুরস্ক
১ বছর, ২ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us