আইওএসেও হোয়াটসঅ্যাপ গ্রুপের বিস্তারিত পরিচিতি দেওয়া যাবে

প্রথম আলো প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৭

অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাও হোয়াটসঅ্যাপ গ্রুপের পরিচিতি বিস্তারিতভাবে দিতে পারবেন। এ জন্য নিজেদের আইওএস বেটা সংস্করণে নতুন সুবিধা উন্মুক্ত করতে যাচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। এত দিন শুধু অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারতেন।


বর্তমানে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম ২৫ অক্ষরের মধ্যে লিখতে হয়। নতুন এ সুবিধায় সর্বোচ্চ ১০০ অক্ষরে গ্রুপের নাম দেওয়া যাবে। ফলে গ্রুপকে আরও কার্যকরভাবে সবার সামনে উপস্থাপন করা সম্ভব হবে। তবে কবে নাগাদ ডেস্কটপ সংস্করণে এ সুবিধা পরখ করা যাবে, এ বিষয়ে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ।


হোয়াটসঅ্যাপের তথ্যমতে, নতুন এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের বিবরণে গ্রুপের উদ্দেশ্য, ব্যবহারের নিয়ম, আলোচনার বিষয়বস্তুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা যাবে। ফলে সদস্যদের পাশাপাশি অপরিচিত ব্যক্তিরাও গ্রুপটির কার্যক্রম সম্পর্কে আগে থেকেই ধারণা পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us