বাজেট সহায়তা ‘কমতে পারে’ এক বিলিয়ন ডলার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫২

চলতি অর্থবছরের জন্য ২ দশমিক ২৩ বিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়ার সম্ভাবনা দেখছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত অর্থবছরে (২০২১-২২) বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে সরকার ৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারের সমপরিমাণ বাজেট সহায়তা পেয়েছিল। এবার ২ দশমিক ২৩ বিলিয়ন পাওয়া যেতে পারে।


সেই হিসেবে গেল অর্থবছরের থেকে বাজেট সহায়তা কমতে পারে প্রায় এক বিলিয়ন ডলার বা ৩১ দশমিক ৬ শতাংশ।


নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম নেয়। সংস্কারমূলক এসব কাজ বাস্তবায়নকে ত্বরান্বিত করতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ‘বাজেট সাপোর্ট’ শীর্ষক নীতি ঋণ বা পলিসি ক্রেডিট দেয়।


“কাজেই, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে সৃষ্টি বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটসহ জরুরি পরিস্থিতি মোকাবেলায় সরকার বাজেট সাপোর্ট গ্রহণ করছে– বিষয়টি এরকম নয়; এটি একটি চলমান প্রক্রিয়া।”


বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১৫ বিলিয়ন ডলারের ৫৩টি প্রকল্প চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী।


ঢাকা-৭ আসনের সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, প্রকল্পগুলোর মধ্যে একটি ২০২২ সালের ১৫ জুন এবং নয়টি ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। এছাড়া ১০টি আগামী জুনে, ১৪টি ডিসেম্বরে, ১২টি ২০২৪ সালে, ১৩টি ২০২৫ সালে এবং ছয়টি ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us