শুনতে অবাক লাগলেও এ কথা সত্যি। গোটা মনুষ্য প্রজাতির মধ্যে এক শতাংশ হলেও কারও কারও বুকের ডান দিকে হদ্যন্ত্র থাকে।
পৃথিবীতে যত ধরনের বিরলতম রোগ আছে, তার মধ্যে অন্যতম হল এইটি। চিকিৎসা পরিভাষায় যার নাম ‘ডেক্সট্রোকার্ডিয়া’। কিন্তু এই রোগ কাদের হতে পারে বা কেন হয়, সে সম্পর্কে কেউই সঠিক ধারণা দিতে পারেননি।