অসাবধানতায় আপনার হাত ফসকে কখনো কি মোবাইল ফোন পানিতে পড়েছে? অনেকেরই এ রকমটা হয়ে থাকে। কখনো আবার বিছানার ওপর রাখা পানির গ্লাসটি উল্টে গিয়েছে মোবাইলের ওপর। এমন ঘটনারও সাক্ষী হয়েছেন অনেকে। আর হলে মাথায় হাত দিয়ে বসে পড়া ছাড়া কিছু করার থাকে না। তবে ফোনটি আইসিইউতে যাওয়ার আগেই চটজলদি ঘরোয়া টোটকায় সারাতে পারেন।
যা করা যাবে না
ড্রায়ার দিয়ে ফোন শুকোনোর চেষ্টা করেন অনেকে। এই ভুল করবেন না। পানি আরও ফোনের মধ্যে ঢুকে যাবে। আর গরম হাওয়ায় ফোনের ক্ষতিও হবে।
ভেজা ফোনটি কখনো চার্জারের পয়েন্টের সঙ্গে যুক্ত করবেন না। এতে ফোন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে।