You have reached your daily news limit

Please log in to continue


কয়েক যুগ পেছাবে চীনের এআই ও সেমিকন্ডাক্টর খাত

জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনে সব ধরনের প্রযুক্তি ও চিপ উৎপাদন যন্ত্রাংশ রফতানি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের শঙ্কা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চীন সামরিক শক্তিতে অপ্রতিরোধ্য হয়ে পড়বে। চীনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর খাতকে কয়েক যুগ পেছনে নিয়ে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাউথ চায়না মর্নিং পোস্টকে (এসসিএমপি) এ কথা জানান তারা। খবর টেকটাইমস।

গত সপ্তাহে চীনে উন্নত চিপ উৎপাদনে ব্যবহৃত মেশিন সরবরাহ বন্ধে নেদারল্যান্ডস ও জাপানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দেশটি যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশ থেকে চিপ, যন্ত্রাংশ ও প্রযুক্তি সরবরাহ পাওয়ার যে আশা করেছিল তাও বন্ধ হয়ে গেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন