বিপিএলের প্লে-অফের সেরা চার দল নিশ্চিত হয়ে গেছে আগেই। সেদিক থেকে টুর্নামেন্টের আকর্ষণ কিছুটা কমে যাওয়ার কথা। কিন্তু সেটা কমার পরিবর্তে বেড়ে গেছে। সেরা চার দলের মধ্যে অন্যরকম এক লড়াই হচ্ছে- টেবিলের শীর্ষ দুটি স্থান নিয়ে। যে কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স দল ভারী করেছে বিদেশি নামিদামি ক্রিকেটার দিয়ে।
ক্যারিবীয় দুই ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনিল নারিনকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহকেও ডাগআউটে দেখা যাবে আজ। সিলেট স্ট্রাইকার্সের লিগের শেষ ম্যাচ খেলতে মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম ফিরছেন পাকিস্তান থেকে। দক্ষিণ আফ্রিকান জর্জ লিন্ডেকেও নিয়েছে সিলেট।ইন্টারন্যাশনাল টি২০ লিগের কারণে খুব বেশি ক্যারিবীয় খেলতে পারেননি বিপিএলে। আরব আমিরাতের টুর্নামেন্টটি শেষ করে বিপিএলে যোগ দিচ্ছেন টি২০র অনেক বড় তারকা।