আমাদের অনেক পুরাকীর্তি ও ঐতিহ্যবাহী স্থাপত্য সরকারি তদারকির বাইরে থেকে গেছে। ফলে সেগুলো হুমকির মুখে পড়ছে, অনেকগুলো বিনষ্টও হয়ে গেছে। যেগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত, সেগুলোর ওপরও আঘাত আসছে।
স্থানীয় প্রশাসন বা সরকারের নানা কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও অনেক সময় পুরাকীর্তি সংরক্ষণের বিষয়টি গুরুত্বহীনভাবে দেখে থাকেন। ফলে তাঁদের কাছ থেকে এমন কিছু নির্দেশনা আসে, যাতে হিতে বিপরীত হয়। যেমনটি আমরা দেখতে পাচ্ছি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার ঘিরে।
বিহারটি ঘেঁষে উঠছে বহুতল ভবন, যা পুরাকীর্তি সংরক্ষণের আইনপরিপন্থী। বারবার এমন ঘটনার কারণে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়ার হুমকির মুখে আছে পাহাড়পুর বৌদ্ধবিহার। বিষয়টি সত্যিকার অর্থেই উদ্বেগজনক।