ভূ-বিপর্যয়ের সঙ্গে সঙ্গে তুরস্কের অর্থনীতিতেও মারাত্মক আঘাত হেনেছে ভূমিকম্প। দেশটির মুদ্রা ‘লিরা’র মান পতনের দিক থেকে রেকর্ড ভূ-বিপর্যয়ের সঙ্গে সঙ্গে তুরস্কের অর্থনীতিতেও মারাত্মক আঘাত হেনেছে ভূমিকম্প। দেশটির মুদ্রা ‘লিরা’র মান পতনের দিক থেকে রেকর্ড সৃষ্টি করেছে।
যার প্রভাব এরই মধ্যে স্টক মার্কেটেগুলোতে পড়তে শুরু করেছে। ভেঙে পড়েছে স্টক মার্কেট বাজার, সেই সঙ্গে যুক্ত চরম মুদ্রাস্ফীতি। লিরা তার মুদ্রস্ফীতির ক্ষতি পুনরুদ্ধার করার আগেই ১৮ দশমিক ৮৫ নিচে নেমে গেছে।