বলিউড নায়িকা সারা আলী খানের প্রেমের গুঞ্জন বহু দিন ধরই চলছে। শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের একজনের সঙ্গে প্রেমে মজেছেন সাইফকন্যা।
বিষয়টি ভিত্তিহীন বলেও উড়িয়ে দেওয়া যায় না। কারণ বলিউড নায়িকাদের ক্রিকেটারদের প্রতি আকর্ষণ নতুন নয়।
আনুশকা, আথিয়া, হাসিন জাহান ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন।
শোনা যাচ্ছে, পূর্বসূরীদের পথ ধরে সারা আলী খানের পছন্দ ভারতীয় ক্রিকেটার শুবমান গিল। এই গুঞ্জন বহুদিনের। এবার সেই গুঞ্জনে ‘হাওয়া দিয়ে’ সামনে এল সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও, যেখানে একই হোটেল থেকে দুজনকে বেরিয়ে আসতে দেখা গেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়ে, হোটেলের লবি ছেড়ে যাওয়ার সময় একটি গোলাপি টপে ক্যামেরায় ধরা পড়েন সারা। আর শুবমানকে দেখা গেছে লাগেজ হাতে বেড়িয়ে যেতে। পরে তারা একই ফ্লাইটে ভ্রমণও করেন।