খুলনা নগরীতে একযোগে চলছে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড। সড়ক প্রশস্তকরণ, পয়ঃনিষ্কাশন, ড্রেনের ব্যবস্থার উন্নয়নের মতো ভারী কাজ চলছে একসঙ্গে। সবমিলিয়ে চার হাজার কোটি টাকার কাজ চলছে এ মহানগরজুড়ে।
দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলমান এসব উন্নয়ন কাজের জন্য নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সেই ভোগান্তিতে নতুন করে যোগ হয়েছে মশার উপদ্রব। মশার কাছে যেন রাত আর দিন বলে কোনো কথা নেই। সুযোগ পেলেই দল বেঁধে হুল ফুটিয়ে দিচ্ছে মানুষের চামড়ায়।
যদিও অতিষ্ঠ নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মশকনিধন কার্যক্রম জোরদারে নির্দেশ দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, খুলনা সিটি করপোরেশনের অধীনে কয়েক বছর ধরেই নগরীতে চলছে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ। ধীরগতিতে চলমান এ কাজের জন্য শুরু থেকেই নগরীর অধিকাংশ ড্রেন ও সড়ক বন্ধ আছে। এতে মানুষ ও যানবাহনের চলাচল বিঘ্নিত হচ্ছে। ছোট ছোট নগর পরিবহনগুলো ঘুরপথে গন্তব্যে যাওয়ার কারণে ভাড়াও বেড়েছে। ফলে কর্মস্থল বা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে খরচও বেড়েছে।