পঞ্চগড় সদর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া সাউন্ড গ্রেনেডে আজিজার রহমান (৪৫) নামে এক কৃষক আহত হওয়ার অভিযোগ উঠেছে। তবে ক্যাম্প কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ছোড়ার বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ।
রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া এলাকায় ভারত সীমান্তের করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। আহত আজিজার সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় কয়েকজন কৃষকের সঙ্গে আজিজার করতোয়া নদীতে বোরো ধানের চারা রোপণ করতে যান। এরপর সময় সীমান্তের ওপারে এক বিএসএফ সদস্য সাউন্ড গ্র্যানেড ছুড়ে মারেন এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আজিজার সামান্য আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যাওয়া হয়।