শান্তিপুর গ্রামের দুটি সম্ভ্রান্ত পরিবার বাস করে। শিকদার পরিবার এবং তরফদার পরিবার। শিকদার ও তরফদার আপন দুই ভাই। তরফদার বড়, শিকদার ছোট।
তরফদার এবং শিকদারের দুই বউ রেহেনা ও শাহানা আপন দুই বোন। তরফদার ও শিকদার ভাইয়ে-ভাইয়ে ভায়রা। রেহেনা শাহানা বোনে-বোনে দুই বউ, একে অপরকে সহ্য করতে পারেনা।
তাদের মধ্যে সব সময় বিরোধীতা লেগেই থাকে। সেই বিরোধিতার জের ধরে তরফদা ও সিকদার তাদের নিজ-নিজ বউয়ের সাপোর্ট নিয়ে দু’পরিবারের মধ্যে প্রতিনিয়ত ঘটায় নানা হাস্যকর কাণ্ড।
এমনই হাস্যরসাত্মক নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বউ বিরোধ’। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটির পরিচালনা করেছেন সোহাগ কাজী।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, হাসান মাসুদ, নাদিয়া আহমেদ, চিত্রলেখা গুহ, হুমায়রা হিমু, হায়দার আলী, ডলি জহুর, নিলা ইসলাম, সিদ্দিক, আশিক চৌধুরীসহ আরো অনেকে।