৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধার হলেন ১৭৫ পর্যটক

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৭

জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধার হলেন রাঙামাটির কাপ্তাই লেকে লঞ্চ নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়া ১৭৫ পর্যটক।


শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কাপ্তাই লেকে ঘুরতে যান। বিকালে কাপ্তাই লেকের চরে আটকে যায় তাদের বহনকারী লঞ্চটি। সন্ধ্যায় তাদের উদ্ধার করে পুলিশ।


চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সিরাজুল অমি সাদ্দাম বলেন, ‘সুবলং ইউনিয়ন থেকে পলওয়েল পার্কে যাওয়ার পথে একটি চরে আমাদের লঞ্চ আটকে যায়। সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে সবাই আতংকিত হয়ে পড়ি। এ অবস্থায় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি পুলিশকে জানাই। পরে আমাদের উদ্ধার করে পুলিশ।’


চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের আরেক শিক্ষার্থী শামসুন নাহার বলেন, ‘বিকালে আলো থাকায় ভয় পাইনি। যখন সন্ধ্যা নেমে আসলো তখন ভয় পাচ্ছিলাম। কি হবে ভেবে কূল পাচ্ছিলাম না। বাড়ি ফিরতে পারবো কিনা তা নিয়েও সংশয়ে ছিলাম। কারণ চারদিকে পানি আর পানি। অন্ধকারে কোনও দিকে কিছুই দেখা যাচ্ছিল না। পরে পুলিশকে দেখে স্বস্তি পেলাম। আল্লাহর রহমতে সবাই সুস্থভাবে ঘাটে ফিরতে পেরেছি। পুলিশকে ধন্যবাদ।’


কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে বের হই আমরা। অন্ধকার হওয়ায় তাদের খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। তবে লঞ্চে থাকা ১৭৫ জনের সবাই সুস্থ আছেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us